Saturday, January 4, 2025
Homeশিক্ষাঙ্গননজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি অংকুর, সম্পাদক প্রিয়ান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি অংকুর, সম্পাদক প্রিয়ান

ক্যাম্পাস ডেস্কঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিহার সরকার অংকুরকে সভাপতি এবং আরটিভি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাত শাহরিয়ার প্রিয়ানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ০১ বছর দায়িত্ব পালন করবে।

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি বায়েজিদ হাসান (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান (সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিসান (বাংলাভিশন ডিজিটাল), অর্থ সম্পাদক নবাব শওকত জাহান (দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ আল সাইম।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদুল ইসলাম, ফজলুল হক পাভেল, সরকার আব্দুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), হাবিবুল্লাহ বেলালি মারুফ (আমার সংবাদ), আশিক আরেফিন (একুশে টিভি অনলাইন), তিতলী দাস (খোলা কাগজ), মুস্তাফিজুর রহমান (সিনিয়র ফটোগ্রাফার), আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), শর্মিষ্ঠা ভট্টাচার্য (পূর্ব-পশ্চিম বিডি নিউজ) এবং শাকিল বাবু (ঢাকা রিপোর্ট)।

RELATED ARTICLES

Most Popular