Thursday, December 26, 2024
Homeসারাদেশরূপগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

রূপগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

নবদূত রিপোর্টঃ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বরপা এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত কাঞ্চন (৪০) ময়মনসিংহ, গৌরিপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে শফিকুল ইসলাম আপেলের মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে রাখালের কাজ করে আসছিল ছিল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সবুজ মিয়া জানান, রবিবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে। । শনিবার রাতের যেকোন সময় তাকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে গেছে বলে ধারনা করা হচ্ছে বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular