শিক্ষা ডেস্কঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক কর্তৃক ছাত্র লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে এই ঘটনা ঘটেছে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮/১৯ সেশনের ছাত্র এবিএম মুশফিকুর রহমান কে শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে নিজ কক্ষে নিয়ে যায় আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।
শিক্ষকের টানাহেচড়ায় শিক্ষার্থীর শার্ট ছিড়ে যায়। এমনকি অকথ্য ভাষায় শিক্ষার্থীকে গালাগালি করার পাশাপাশি একাডেমিক ক্যারিয়ার ধ্বংসের হুমকি প্রদান করেন শিক্ষক সুপ্রভাত হালদার।
ঘটনার এক পর্যায়ে ববি`র প্রক্টর এসে শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসেন। শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন আমাকে অন্যায় ভাবে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এবং প্রকাশ্যে গালমন্দ করে লাঞ্ছিত করেছেন সুপ্রভাত হালদার স্যার।
তিনি বলেন, আমি এই ঘটনার বিচার চেয়ে ভিসি মহোদয়ের বরাবর আবেদন করব। একাধিক শিক্ষার্থী জানান প্রকাশ্যে অহেতুক গালমন্দ ও শার্টের কলার ধরে টানা হেছড়া করা একজন সহকারী প্রক্টরের কোন ভাবেই ঠিক হয়নি। উপাচার্য স্যার অবশ্যই এর ন্যায় বিচার করবেন বলে তারা মনে করেন।