Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনবশেমুরবিপ্রবিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ উদযাপিত

বশেমুরবিপ্রবিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ উদযাপিত

ক্যাম্পাস ডেস্কঃ

বাংলা বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

এছাড়া নতুন বছরকে বরন করে নিতে বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা উদ্বোধন ও রম্য বিতর্কের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯.১৫ টায় বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে ‘আলোকের পথ, প্রভু, দাও দ্বার খুলে…’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রার পর বাংলা বিভাগ ‘বৈশাখী বার্তা’ দেয়ালিকা উদ্বোধন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক প্রতিযোগিতার।

এছাড়াও বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আর্কিটেকচার বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব ‘উড়াল’ আয়োজন করে।

অনুষ্ঠানসমূহে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular