Monday, December 23, 2024
Homeঅপরাধযশোরে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি গ্রেফতার

যশোরে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর:

যশোরে পুলিশ কর্তৃক মৃত্যুদণ্ডে দন্ডিত একজন ওয়ারেণ্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামী যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের ইন্জিল সরদারের ছেলে মোঃ আব্দুল্লাহ(৩০)।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জনাব মুকিত সরকার, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান, ভাটপাড়া তদন্তকেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুজ্জোহা এর সার্বিক তত্ত্বাবধানে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) অভিজিৎ সিংহ রায়, অভয়নগর থানার এস আই( নিঃ) শাহ আলম, সাইবার টিমের এএসআই ( নিঃ) আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার আশুলিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামি মোঃ আব্দুল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে আজ ১৭ এপ্রিল ২০২২ রবিবার দিবাগত রাতে গ্রেফতার করেন।

পুলিশসুত্রে জানা যায়,২০০৮ সালে আসামী তার নিজ বাড়িতে নিজ স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে এবং ২০১৯ সালে রায় ঘোষণার দিন থেকে সে পলাতক ছিল।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular