Thursday, January 23, 2025
Homeসারাদেশযশোরের নওয়াপাড়ায় ২৪টি কুটির শিল্প কারখানা আগুন পুড়ে ছাই

যশোরের নওয়াপাড়ায় ২৪টি কুটির শিল্প কারখানা আগুন পুড়ে ছাই

বিলাল মাহিনী, যশোর :

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ২৪ টি ক্ষুদ্র কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। ১৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে এ অগিকান্ডের ঘটনা ঘটে। অগিকান্ডে ব্যাপক ক্ষতি হয়ছে। প্রায় ২ ঘন্টা পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানা গুলোতে কাঠের পিড়ি,বেলন,কাঠের চামচ,রিহাল, হামানদিস্তাসহ কাঠর বিভিন জিনিস পত্র তৈরী করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানা গেছে, শুক্রবার রাতে আনুমানিক ১ টার সময় কারখানার পাশেই এলাকার সাউদার্ন ইংলিশ মিডিয়াম স্কুলের নৈশ প্রহরী সাইফুল ইসলাম একটি কারখানায় আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে। প্রথমে কামাল হাসেনের কারখানায় আগুন জলতে দেখে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন দ্রুত সবগুলা কারখানায় ছড়িয়ে পড়ে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম (৩৭) জানান, আমার আটটি কারখানা সম্পুর্ন পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ বিকাশ দাস(৩৫) জানান,আমার একমাত্র সম্বল কারখানাটি পুড় আমার সব শেষ হয়ে গেছে।আমি সমিতি থেকে ঋণ নিয়ে কারখানা করেছিলাম এখন আমি কিভাবে চলাবো তা ভাবতে পারছি না।আজাদ সমিলের মালিক সাজ্জাদ হোসেন জানান, তার সমিলের জমিতে পাশাপাশি থাকা কুটির শিল্পকারখানা গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন,শুক্রবার মধ্যরাতে আনুমানিক ১ টার সময় নওয়াপাড়া পীরবাড়ির পিছনে কয়েকটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনি। ধারনা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে আগুন লাগার অনেক পরে আমাদর খবর দেওয়ার কারণে ক্ষতির পরিমান বেশি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular