নবদূত রিপোর্টঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান হাওড়াঞ্চলে নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পানির প্রবাহ ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আজ সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে, হাওড় এলাকায় কোনো রকমের সাধারণ রাস্তাঘাট এখন থেকে আর করা যাবে না। এখন থেকে হাওড়ে কোনো সড়ক হলে সেটি এলিভেটেড হতে হবে। যেন বৃষ্টি বা বন্যার পানি চলাচলে বাধা না আসে। পার্টিকুলারলি এটা দেখতে বলা হয়েছে।