Monday, December 23, 2024
Homeসারাদেশজুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দুই মেম্বারের মারামারি, আহত-১

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দুই মেম্বারের মারামারি, আহত-১

নবদূত রিপোর্টঃ

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুই ইউপি সদস্যের মধ্যে হাতাহাতি ও এক পর্যায়ে সংঘর্ষ রুপে পরিনত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় ঘটনাটি ঘটেছে পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে।

এ ঘটনা নিয়ে দিনভর দফায় দফায় চলে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এসময় ইউপি সদস্য সাইদুল ইসলামের সমর্থকের নাক ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ ইউপি সদস্য আপেল ও তার সমর্থক দূর্বৃত্তরা। দুই গ্রুপে দেশী অসস্ত্রসহ হামলার পুস্তুতি নিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হিদু সম্প্রদায়ের সিদুরমতি মেলা, চরকার মেলা, সুকানদিঘীর মেলায় জুয়া বন্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়ে ছিল। তারপরেও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অতি গোপনে গভীর রাতে তাদের নিয়ন্ত্রনে জুয়ার আসর বসায়। জুয়ার আসর হতে মেম্বাররগণ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক লিডার, এলাকার মাস্তান ও তথাকথিত সাংবাদিকদের ম্যানেজের দায়িত্ব নিয়ে টাকা তোলে। যার পরিমান কয়েক লাখ টাকা। এই অর্থ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলামের জিম্মায় থাকে। গত ১০ এপ্রিল নয়াহাট বাজারে টিসিবির পন্য দেওয়ার সময় আপেল মেম্বার সাইদুল মেম্বারের কাছে থাকা টাকার ভাগ চায়। এ সময় সাইদুল মেম্বার আপেলকে লাঞ্চিত করে। এ নিয়ে আপেল মেম্বার ইউএনও ও চেয়ারম্যানকে একটি লিখিত অভিযোগ দেয়। এ ঘটনার জেরে ১৭ এপ্রিল পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম আসলে ১ নং ওয়ার্ডের মেম্বার আপেল সমর্থকরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে থাকা মেম্বারগন দুজনকে থামিয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দল বিভক্ত হয়ে বড় ধরনের হামলার প্রস্তুতিতে নিলে সদর থানা পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।

এই বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। দুই মেম্বার একে অপরের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছে।

লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্ আলম বলেন, খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular