Monday, December 23, 2024
Homeঅপরাধবিশ্বজিৎ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নতুনধারার

বিশ্বজিৎ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নতুনধারার

একুশে পদকপ্রাপ্ত বিশ্বজিৎ ঘোষ শিক্ষক সমাজের কলঙ্ক, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি অন্য দুশ্চরিত্র শিক্ষকসহ সকলকে সতর্ক করবে, আর তাই আমরা চাই ১ কর্ম দিবসের মধ্যে তাঁর একুশে পদক প্রত্যাহার করা হোক। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় মহিলাধারার যুগ্ম আহবায়ক কলি চৌধুরী, জাতীয় শিক্ষাধারা ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সহ-সভাপতি তিলোত্তমা তিথি প্রমুখ এক যৌথ বিবৃতিতে উপরোক্ত দাবি জানান। ২৫ এপ্রিল নতুনধারার মিডিয়া সেল সদস্য প্রকৌশলী হাবিবাহ নাসরীন স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নারী নিপীড়ক-ধর্ষকদেরকে যদি বিভাগীয় তদন্ত আর অগ্রসরতার ভিত্তিতে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার চিন্তা করা হয়; তা হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব ভয়ংকর। আমরা এমন নিপীড়ক-শিক্ষকদের হাত থেকে আমাদের মা-বোনদেরকে নিরাপদ রাখতে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে।

RELATED ARTICLES

Most Popular