Tuesday, December 24, 2024
Homeসারাদেশবাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

আজ ২৬ রমজান বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে প্রায় শতাধিক সদস্যদের উপস্থিতিতে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

খবর নিয়ে জানা যায়, বিকাল ৫:০০ টা থেকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়।

উক্ত মাহফিলে ছাত্র অধিকার পরিষদ,বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেনঃ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ,পাবনা জেলা শাখার সদস্য সচিব মোঃ রেজওয়ান সিদ্দিকী বলেন আজকের ইফতার মাহফিলে যারা এসেছেন তাদের ধন্যবাদ জানাই। আমাদের দল আলাদা হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু এক তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আয়নুল হক বলেন ২০১৮ সালে রাজপথে যৌক্তিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই সংগঠনটির যাত্রা শুরু হলেও রাজনৈতিক এই প্রতিকূল মুহূর্তে যেখানে জনগনের পক্ষে কথা বলার মত কেউ নাই ঠিক সেই মুহূর্তে ডাকসু গণঅধিকার পরিষদ জনগনের পাশে দ্বাঁড়িয়েছে। সেজন্যই অল্প সময়ে সারাদেশব্যপী আমাদের গণ জোয়ার তৈরী হয়েছে।

আমাদের লক্ষ্য হলো মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা।

আমাদের এই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু কথায় নয় কাজে বাস্তবায়ন করতে দেশের জনগনের সমর্থনের কোন বিকল্প নাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল,যুবদল,ছাত্রফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের উপজেলা ও পৌর শাখার সিনিয়র নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular