Monday, December 23, 2024
Homeধর্মসৌদির সঙ্গে মিল রেখে নাজিরপুরে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নাজিরপুরে ঈদ উদযাপন

নবদূত রিপোর্টঃ

পিরোজপুরের নাজিরপুরে প্রায় ৮০টি পরিবার সোমবার (২ মে) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের প্রায় ৮০টি পরিবার। সকাল ৮টায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই গ্রামের আল-অমীন জামে মসজিদে রঘুনাথপুর ও খেজুরতলা দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন।

জানা যায়, নামাজে আগত প্রায় ১০০ মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। নামাজ শেষে সবাই যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন সে বিষয়ে মোনাজাত করা হয়। নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

RELATED ARTICLES

Most Popular