Monday, December 23, 2024
Homeসারাদেশরপগঞ্জে মাইক্রোবাসের ভেতরে গলাকাটা লাশ

রপগঞ্জে মাইক্রোবাসের ভেতরে গলাকাটা লাশ

নবদূত রিপোর্টঃ

রূপগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম নামে এক মাইক্রোবাস চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলাকাটা ও বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। সোমবার (২ মে) ভোরে উপজেলার কুশাব এলাকার ৩০০ ফিট রাস্তায় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইদুল ইসলাম গাজীপুর বালিগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে।


রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, আনুমানিক ভোর ৩ টায় ৩০০ ফিট রাস্তায় মাইক্রোবাসের ভেতরে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


নিহতের গলাকাটা ও বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এছাড়াও ধস্তাধস্তির চিহ্নও আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular