Tuesday, December 24, 2024
Homeরাজধানীঢাকা কলেজের ৩ শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর

ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর

নবদূত রিপোর্টঃ

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর করেন।

নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আদালতে নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল। এ সময় সিয়ামের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

RELATED ARTICLES

Most Popular