Sunday, September 22, 2024
Homeশিক্ষাঙ্গনতেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নবদূত রিপোর্ট:

ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (৯ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমানের নেতৃত্বে মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে কলাভবন হয়ে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘এই সরকার একটি অবৈধ, অগণতান্ত্রিক ও জনগণের পকেট কাটা সরকার। বিনা ভোটের সরকার হওয়ার ফলে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা সিন্ডিকেট করে একের পর এক পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। জুলুম করে এই সরকার টিকে আছে।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারো গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করে রাষ্ট্রের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ন্যায় ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। অনতিবিলম্বে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হ্রাস করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, ‘বাণিজ্য সচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পরেই এক লাফে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি স্পষ্ট প্রমাণ করে এই ভোটারবিহীন সরকারের সিন্ডিকেট দৌরাত্ম্যের কারনেই ভোজ্যতেলের দাম পরিকল্পিত ভাবে বাড়ানো হয়েছে। বহির্বিশ্বে সরকার যে তেলের দাম বৃদ্ধির কথা বলে সেটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের প্রতিবেশী কোনো দেশে তেলের দাম বাড়েনি বরং এই গণধিকৃত সরকার বিদায় লগ্নে সীমাহীন লুট করার অভিপ্রায়ে তেলের দাম বাড়িয়ে জনজীবনকে অতীষ্ট করে ফেলেছে।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন নাছির, জহির আহমেদ, এইচএম আবু জাফর, শাফি ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, সজিব মজুমদার, অনিক খানসহ আহ্বায়ক কমিটি ও হল ইউনিটের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular