Wednesday, March 12, 2025
Homeসারাদেশরামপালে আগুনে তিনটি ঘর ভষ্মিভূত

রামপালে আগুনে তিনটি ঘর ভষ্মিভূত

নবদূত রিপোর্টঃ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান সহ তিনটি অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার ১২ মে ২০২২ ভোর ৪.০০ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার ভোর রাতে মিষ্টির দোকান সহ পাশ্ববর্তী দুইটি রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে পেড়িখালী বাজার মসজিদের মাইকে বাজারে আগুন লাগার খবর প্রচার করলে পাশ্ববর্তী শত শত লোকজন আগুন নেভানোর কাজে সাহায্যর হাত বাড়িয়ে দের।

অগ্নিকাণ্ডে রনি ঘোষের মিষ্টির কারখানা এবং মিহির ঘোষ ও নিত্যে ঘোষের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে পাশ্ববর্তী কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular