Friday, December 27, 2024
Homeসারাদেশরামপালে ছুরিকাঘাতে এক যুবক মারাত্মক ভাবে জখম: আটক-১

রামপালে ছুরিকাঘাতে এক যুবক মারাত্মক ভাবে জখম: আটক-১

নবদূত রিপোর্টঃ

রামপাল( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মোঃ ওবায়দুল্লাহ (২০) নামের এক যুবক ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম হয়েছে।

সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের গাববুনিয়া গ্রামের আবুল কালাম শেখ’র পুত্র।

একই গ্রামের আলমগীর শেখ’র পুত্র সজিব শেখ(১৮) তাকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ এপ্রিল ২০২২) মাগরিব বাদ গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও রামপাল থানা সূত্রে জানা গেছে যে, সজিব শেখ এবং ওবায়দুল্লাহ’র সাথে একটি বিষয় নিয়ে বাক বিতন্ড শুরু হয় এক পর্যায়ে সজিব শেখ উত্তেজিত হয়ে তার কাছে থাকা চুরি দিয়ে ওবায়দুল্লাহ’র পেটে আঘাত করে।

এতে ওবায়দুল্লাহ’র পেটের নাড়ি কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। তার অবস্থা অত্যন্ত আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে রামপাল থানা পুলিশ সজিবের পিতা আলমগীর শেখ কে আটক করেছে।

রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দীন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular