Monday, January 27, 2025
Homeঅপরাধযশোরের বেনাপোলে এনএসআই পরিচয়দানকারী প্রতারক আটক

যশোরের বেনাপোলে এনএসআই পরিচয়দানকারী প্রতারক আটক

জেলা প্রতিনিধি, যশোর :

যশোরের বেনাপোলে আরিফুল ইসলাম নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মে) সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার বয়ালিদহা গ্রামের আবু জাহিদের ছেলে।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অফিসের ইনচার্জ এডি ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি আরিফুল ইসলাম নামে একজন এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতর ঘুরাঘুরি করছে। এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেনসহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের টিম ইমিগ্রেশন ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসাসহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভুয়া এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

Most Popular