Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গন৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যবিপ্রবি

৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যবিপ্রবি

শিক্ষা ডেস্কঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩ শিক্ষার্থীকে র‌্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আজীবন বহিষ্কৃতরা হলেন- পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মো. আল-আমিন, গণিত বিভাগের মো. সোহেল রানা এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. বারিউল হক মুবিন।


আজ শনিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৭৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রিজেন্ট বোর্ডের সভায়, বিভিন্ন বিভাগের আরও ১০ শিক্ষার্থীকে ভবিষ্যতে র‌্যাগিংয়ে জড়িত থাকার মতো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকবে না উল্লেখ করে অভিভাবকের সম্মতিসহ ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিতে হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।

RELATED ARTICLES

Most Popular