Friday, November 15, 2024
Homeপ্রযুক্তিশতভাগ মানুষকে ২০২৫ সালের মধ্যে ইন্টারনেটের আওতায় আনবো: পলক

শতভাগ মানুষকে ২০২৫ সালের মধ্যে ইন্টারনেটের আওতায় আনবো: পলক

প্রযুক্তি ডেস্কঃ

সারাদেশে এক লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অপটিকাল ফাইবার ক্যাবলের আওতায় আনা হবে। আমরা ২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনবো বলে জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ সালের মধ্যেই আমরা এই খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করবো। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ স্টেশন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ফাইবার অপটিকালের আওতায় আনছি।

আজ রোববার ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। 

RELATED ARTICLES

Most Popular