নবদূত রিপোর্টঃ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষা দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময়ই যুদ্ধ নয়, শান্তি চায়, পৃথিবীর যে কোনো প্রান্তে দেশের শান্তিরক্ষীরা কাজ করতে প্রস্তত আছে।
তিনি বলেছেন, শান্তিরক্ষীরা শান্তি রক্ষার পাশাপাশি মানবিক কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক ২ জন নিহত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের পরিবার, আহত ১৪ জন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ৬ হাজার ৮০০ সদস্য যুদ্ধ সংঘাতে লিপ্ত সিয়েরা লিওন, সুদান, মালি, লেবাননসহ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। যাদের মধ্যে ৫৯০ জন নারী সদস্যও রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মিশনে কর্মরতদের সাথে কথা বলেন।