Friday, January 10, 2025
Homeসারাদেশরূপগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নবদূত রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেন (৩৫) নামে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৩০ মে) সকালে র‌্যাব-১১’র এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি আওলাদ হোসেন একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে ৮টিরও বেশি মামলা চলমান রয়েছে।

যার মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ২০১৫ সালে র‌্যাব-১১ এর রুজুকৃত একটি মাদক মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন।

মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী আদালতে আত্মসমর্পণ না করে গা-ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।

RELATED ARTICLES

Most Popular