Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গনআহতদের রক্ত দিতে হাসপাতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আহতদের রক্ত দিতে হাসপাতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিদের রক্তের প্রয়োজন মেটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকশ শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ রোববার ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ওই শিক্ষার্থীরা চমেক হাসপাতালে যান।

এর আগে দগ্ধ ও আহত ব্যক্তিদের জন্য রক্তের প্রয়োজন বলে জানিয়েছিল চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

সীতাকুণ্ডে ওই কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন সদস্য রয়েছেন বলে জানা গেছে। জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তির সংখ্যা দেড় শতাধিক বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪৩ জন এবং পুলিশের ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular