Saturday, September 21, 2024
Homeঅপরাধগ্লোবাল টিভি অফিসে হামলার প্রতিবাদে মফস্বল সাংবাদিক সোসাইটির মানববন্ধন

গ্লোবাল টিভি অফিসে হামলার প্রতিবাদে মফস্বল সাংবাদিক সোসাইটির মানববন্ধন

বিলাল মাহিনী, যশোর :

ঢাকায় গ্লােবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে খুলনার ফুলতলার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ শে জুন সোমবার বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিএমএসএস এর উপদপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মোঃ সুমন সরদার,সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান তাপস বিশ্বাস, যুগ্ম মহাসচিব গ্লোবাল টিভির খুলনা প্রতিনিধি আনিসুর রহমান মুন্সী, খানজাহান আলী প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আমিনুর রহমান, কাটাখালী প্রেসক্লাবের সভাপতিএইচ এম নাসিরুদ্দিন, ফুলতলা উপজেলার প্রেসক্লাবের সভাপতি শামসুর রহমান খোকন, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি শিহাবউদ্দিন রুবেল, খানজাহান আলী প্রেসক্লাবের সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, সহসম্পাদক সেলিম হোসেন, সোসাইটির সাহিত্য প্রকাশনা সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারি কবি বিলাল হোসেন মাহিনী, সোসাইটির উপ আইসিটি সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জসিমউদদীন বাচ্চু, কামাল হোসেন, আশরাফুল আলম, রবিউল ইসলাম,ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মেহেদী হাসান ইরান,সদস্য প্রণয় দাস বাপ্পা, বিএমএসএস এর নির্বাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মামুন হাসান সহ যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইলের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্লোবাল টিভির অফিস ও সংবাদকর্মীর উপর হামলাকারী মুন্নাসহ সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

বিলাল মাহিনী
২০/৬/২২

RELATED ARTICLES

Most Popular