Monday, January 27, 2025
Homeসকল বিভাগআগামী ২৪ জুন থেকে শুরু হবে বাসের অগ্রিম টিকিট বিক্রি

আগামী ২৪ জুন থেকে শুরু হবে বাসের অগ্রিম টিকিট বিক্রি

নবদূত রিপোর্টঃ

রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ জুন থেকে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, আগামী ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকেট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

আজ সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular