Sunday, September 15, 2024
Homeসারাদেশবন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

সারাদেশঃ

মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি কমে যাওয়ায় লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে হাকালুকি হাওর ও কুশিয়ারার মৌলভীবাজার অংশের পানি না কমায় বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দি আছেন হাজারো মানুষ। এসব অঞ্চলের অনেক জায়গায় দোকানপাট, বাড়িঘর ও রাস্তাঘাটে পানি এখনও রয়ে গেছে। 

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কিছুটা কমেছে। জেলার ৫টি উপজেলার ৪১ ইউনিয়নে এখনও পানিবন্দি আছেন অর্ধ লক্ষাধিক মানুষ।


এছাড়াও যেসব গ্রাম থেকে পানি নেমেছে, সেখানে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও এখনও আবার পানি বৃদ্ধির আতংকে আছেন নদী পাড়ের মানুষ। 

RELATED ARTICLES

Most Popular