Thursday, December 26, 2024
Homeসারাদেশকুড়িগ্রামে গণঅধিকার পরিষদ-এর শুকনো খাবার বিতরণ:

কুড়িগ্রামে গণঅধিকার পরিষদ-এর শুকনো খাবার বিতরণ:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন ও রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি চরে প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে গণঅধিকার পরিষদ-জিওপি। এতে সহযোগিতা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বরিশাল বিভাগীয় উপ-কমিটি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, কুড়িগ্রাম গণঅধিকার পরিষদ-এর আহবায়ক অ্যাড. সাজ্জাদ হোসেন মন্ডল পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিনু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম সদস্য সচিব মিনারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব এনামুল হক, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সহ: সভাপতি এমসি আকাশ, জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক সামিউল ইসলামসহ ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণঅধিকার পরিষদ-এর অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular