সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ জন শিক্ষার্থী।
বুধবার (২৯ জুন) বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা আমরণ অনশন শুরু করেছেন।
আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী হলেন- ২০১৩-১৪ বর্সের শিক্ষার্থী নাঈম পারভেজ ও মেহেদী হাসান এবং ২০১৪-১৫ শিক্ষাবর্সের চৌধুরী শামীম আফফান, তরিকুল ইসলাম ও মোস্তফা কামাল রনি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী।
শিক্ষক উৎপল কুমারের হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনে বসা শিক্ষার্থীরা।