বানিজ্য ডেস্কঃ
আজ বুধবার দিনব্যাপী সারাদেশে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নিত্যপণ্যের বাজারে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ১২৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগরের গুলশান, ধানমন্ডি-২৭ ও সাদেক খান কাঁচাবাজারসহ দেশব্যাপী মোট ৬২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ১২৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।