Tuesday, December 24, 2024
Homeবাণিজ্যসারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনা

সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনা

বানিজ্য ডেস্কঃ

আজ বুধবার দিনব্যাপী সারাদেশে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নিত্যপণ্যের বাজারে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ১২৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


ঢাকা মহানগরের গুলশান, ধানমন্ডি-২৭ ও সাদেক খান কাঁচাবাজারসহ দেশব্যাপী মোট ৬২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ১২৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

RELATED ARTICLES

Most Popular