সারাদেশেঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিশেষ ভিজিএফ চাল সবত্রই বিতরণ চলছে। জনপ্রতি ১০ কেজি করে (চাল) ১৬ ইউনিয়নসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৩০৯ জন পরিবারকে ১৬৮ মেট্রিকটন চাল বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এ ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।
পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার ৯১৮ জন পরিবারের মাঝে চাল বিতরণ করেন। বলইবুনিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান ৪৪২ জন, দৈবজ্ঞহাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক ৯৪২ জন, জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ১৬শ’ ৬৯ জন, বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আউয়াল খান মহারাজ ১২শ’ ৪০ জন, হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান ১১ শ’ ৪৪ জনকে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, ট্যাগ অফিসার, ইউপি সচিবসহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান ও দৈবজ্ঞহাটী চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে স্বপ্নের পদ্মা সেতুসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নে রুপ নেয়। দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হতদরিদ্র পরিবারের মাঝে সঠিকভাবে পৌছে দেওয়াই দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসেবে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজাহা উপলক্ষে এ বারে এ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ভিজিএফ’র চাল ১৬৮ মেট্রিকটন বরাদ্ধ হয়েছে। ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ২১ হাজার ৩০৯ জন পরিবার এ সুবিধায় রয়েছে। ঈদের পূর্ব মুর্হুত পর্যন্ত চাল বিতরণ অব্যাহত থাকবে। বিতরণে কোনরকম অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।