Saturday, September 21, 2024
Homeশিক্ষানিখোঁজের ১৪ ঘণ্টা পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৪ ঘণ্টা পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

শিক্ষা ডেস্কঃ

ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজের পর শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ তারিকুজ্জামান সানি বুয়েটের আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগে থাকতেন।

স্থানীয়রা জানিয়েছেন, একদল ডুবুরি সানিকে উদ্ধারে কাজ করছে। তারা পদ্মার পারে দাঁড়িয়ে ছিলেন। ডুবুরি দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular