Saturday, January 25, 2025
HomeUncategorizedঅতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ।সে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় রমেকের এমার্জেন্সি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

রেজওয়ানুল করিম রিয়াদ জানান,আমি ও আমার ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসি৷ এসময় ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করে। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করার সাথে সাথেই প্রায় ১৫/১৬ জন মিলে আমাকে ও আমার ছোট ভাইকে ব্যাপক মারধর করে।

এঘটনায় রেজওয়ানুল করিম রিয়াদের ছোটভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করে স্টাফরা। এসময় তাদের মোবাইল নিয়ে রেখে দেয় তারা। কিছুক্ষণ পরে মোবাইল ফেরত দিলেও এ ব্যাপারে বারাবারি করলে তাদের দুই ভাইকে গুম করারও হুমকি দেয় স্টাফরা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী।

উক্ত ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস.আই আপেল বলেন, আমি বর্তমানে ঐ শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। বিষয়টি থানার সিনিয়র অফিসারকে জানানো হয়েছে।তারা এসে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular