Friday, January 24, 2025
Homeসারাদেশযশোরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই বন্ধু

যশোরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক, যশোর :


যশোরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকাল ৪টায় যশোর শহরের ঢাকা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শহরের বারান্দী মোল্যাপাড়ার ইব্রাহিম হোসেন ঝড়োর ছেলে ইসমাইল হোসেন (২২) এবং সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন (২৩)।

সূত্রে জানা গেছে, বিকালে যশোরের নিউ মার্কেট এলাকা থেকে মোটরাসাইকেলে ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন ইসমাইল ও আল আমিন। ঢাকা রোড সেতুর কাছে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘দুই যুবক নিহতের বিষয়টি শুনেছি। তবে দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular