Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনপ্রভোস্টের পদত্যাগ ও ছাত্রলীগের হামলার বিচার দাবি ছাত্র অধিকার পরিষদের

প্রভোস্টের পদত্যাগ ও ছাত্রলীগের হামলার বিচার দাবি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীকে বিনা অপরাধে পুলিশে সোপর্দ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বিল্লাল হোসেনের পদত্যাগ ও ছাত্রলীগের হামলার বিচারের দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রভোস্ট অধ্যাপক ড. মো. বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি জানানো হয়।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাহিত্য সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আখতার হোসেন তার বক্তৃতায় ৪৮ ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি করেন এবং আরো বলেন—”সিফাত এবং আহনাফকে যারা মেরেছে তাদেরকে শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে৷”

RELATED ARTICLES

Most Popular