Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনকরোনায় আক্রান্ত ঢাবি উপাচার্য

করোনায় আক্রান্ত ঢাবি উপাচার্য

প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নিজেই।

উপাচার্য বলেন, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য গত ৩ সেপ্টেম্বর টেস্ট করায় তখন ডাক্তার বলল আমার কোভিড পজিটিভ। হেলথ প্রোটকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি।

তিনি বলেন, চারদিন পর করোনার কোনো উপসর্গ না থাকলে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব এবং অফিস করতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দোয়া চেয়েছেন উপাচার্য।

RELATED ARTICLES

Most Popular