Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঢাবির সিন্ডিকেট নির্বাচন ১৩ সেপ্টেম্বর

ঢাবির সিন্ডিকেট নির্বাচন ১৩ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৩(১)(ডি) এবং ২৩ (২) অনুযায়ী সিন্ডিকেটে ৬ জন সদস্য নির্বাচিত হবেন। ক্যাটাগরিগুলো হল- ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক। প্রতিটি পদ থেকে একজন করে নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাশাপাশি একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।  ৫ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। ডিন ও প্রভাষক পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটদান শেষ হওয়ার পরেই Optical Counting Systems (OCS)-এ ভোট গণনা শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular