Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গননা ফেরার দেশে ঢাবি অধ্যাপক সোহরাব, উপাচার্যের শোক

না ফেরার দেশে ঢাবি অধ্যাপক সোহরাব, উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও গবেষক। তিনি শিক্ষক অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও খ্যাতির সাথে বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বন্যপ্রাণীবিদ ও পরিবেশবিদ হিসেবে সুনাম অর্জন করেছেন। তার শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র রয়েছে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক গবেষণা ও প্রাণীবিদ্যা শিক্ষায় অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক সোহরাবের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

RELATED ARTICLES

Most Popular