Friday, January 24, 2025
Homeঅপরাধসরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমে জুয়া খেলার আসর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমে জুয়া খেলার আসর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে অভিযান চালিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমের ভিতরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।


গত শনিবার(১২জুন) রাত আড়াইটার দিকে ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্য রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের লাইব্রেরী রুমে তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।আটককৃতরা হলেন, মধ্য রাবাইতারী গ্রামের হযরত আলীর ছেলে আতাউর রহমান (২৮), জামাল উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম (৩৫), মৃত মোশারফ হোসেনের ছেলে শফিয়ার রহমান (৪৫), জয়নাল আবেদীনের ছেলে মমিনুল ইসলাম (৩৮)।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular