জুনিয়র নোবেল পুরষ্কার হিসেবে খ্যাত গ্লোবাল আন্ডারগ্র্যাডস এওয়ার্ডে আর্কিটেকচার ও ডিজাইন বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েটের) ছাত্রী জারিন তাসনীম শরীফ।
গ্লোবাল আন্ডারগ্র্যাডস এওয়ার্ড একটি আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক এওয়ার্ড যা স্থাপত্য, প্রত্নতত্ত্ব, দর্শন, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল সহ মোট ২৫ টি ক্যাটাগরিতে সেরাদের পুরষ্কৃত করে।
অংশগ্রহণকারীরা তাদের থিসিস অনলাইনে সাবমিট করেন যা বিশেষজ্ঞরা যাচাই করে বিজয়ী নির্ধারণ করেন। এ বছর মোট ২৮১২ টি থিসিস জমা পড়ে। এর মধ্যে আর্কিটেকচার ও ডিজাইন ক্যাটাগরিতে সেরা হয়েছে জারিনের থিসিস।
পুরষ্কার হিসেবে জারিন পাবেন স্বর্ণপদক। এছাড়া আয়োজকদের অর্থায়নে আগামী ৬-৯ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠেয় সামিটে দেশকে রিপ্রেজেন্ট করবেন তিনি।