Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গনবর্ণিল আয়োজনে জিবিপিএসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে জিবিপিএসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গণ বিশ্ববিদ্যালয়:


দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জিবিপিএস কার্যালয়ে কেক কেঁটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন ও জিবিপিএসের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানু।

পরে ছবি প্রেমীদের জন্য আয়োজন করা হয় বেসিক ফটোগ্রাফি কর্মশালার। বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রশিল্পী রফিকুর রহমান রেকু ঘন্টাব্যাপী এই প্রশিক্ষণে আলোকচিত্রের বুনিয়াদি বিষয় নিয়ে আলোচনা করেন৷

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো: রফিকুল আলম বলেন, ‘জিবিপিএসের ৪র্থ বর্ষে পদার্পণে সকল ফটোগ্রাফারদের প্রাণঢালা শুভেচ্ছা। একটি ছবি যা একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে এবং সমাজের দর্পন হিসেবে কাজ করে। জিবিপিএসও সেভাবে এগিয়ে যাচ্ছে। তারা আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগীতার আয়োজনের মধ্য দিয়ে জিবিপিএস’কে আরও ছড়িয়ে দিবে।’

জিবিপিএসের সম্মানিত উপদেষ্টা ও সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানু বলেন, ‘জিবিপিএসের শুরু থেকেই আমি পাশে ছিলাম, থাকবো। ওরা ভালো ছবি তোলে। ৪র্থ বছরে পদার্পণ করলো। ৩ বছরে অনেক কাজ করেছে। নতুন বছরে কার্যক্রম বাড়িয়ে নিবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘জিবিপিএস সর্বদা ভালো কাজ করছে। বিগত এক বছরে অনেকগুলো কাজ করেছে। এক বছরের মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি অনুষ্ঠান করেছে। ভবিষ্যতে আরও অনেক কাজ করবে। শুভকামনা তোমাদের প্রতি যারা জিবিপিএসের সাথে কাজ করছো।’

জিবিপিএসের সভাপতি মো: রাকিবুল হাসান বলেন, ‘শুভ হোক সবার আজকের দিন। এই আনন্দ সকলে মাঝে ছড়িয়ে দিতে একদিনের ছবি প্রতিযোগিতার আয়োজন করে জিবিপিএস। ক্লাসরুম বসেও যেন জিবিপিএসের সাথে যুক্ত থাকতে পারে, সেকারণে এ প্রতিযোগিতার বিষয় ছিল ক্লাসরুম।’

এসময় উপস্থিত ছিলেন জিবিপিএস-এর সম্মানিত উপদেষ্টা ও সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো: রফিকুল আলম, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. করম নেওয়াজ, রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মাদ মুকাম্মেল সহ সিনিয়র আলোকচিত্রশিল্পী রফিকুর রহমান রেকু।

উল্লেখ্য, ক্যাম্পাসে আলোকচিত্র নিয়ে একমাত্র এই ছাত্র সংগঠনটি ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ক্যাম্পাস বন্ধ থাকায় একদিন পর পালিত হয় জিবিপিএসের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।

RELATED ARTICLES

Most Popular