ইডেন কলেজ থেকে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে নারী অধিকার পরিষদ নামে একটি সংগঠন।
শনিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘাতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য বের হয়ে আসে। যেখানে ছাত্রলীগের সভাপতি, ইডেনের নিরীহ শিক্ষার্থীদের দিয়ে দেহ ব্যাবসা করছে, বাছাই করে সুন্দরী শিক্ষার্থীদের দলের বড় ভাইদের কাছে মনোরঞ্জন করতে পাঠাচ্ছে, সেখানে আরো উঠে আসে যে, অছাত্র, বহিরাগতদের কাছে হলের আবাসিক সিট ভাড়া দিয়ে সিট বানিজ্য করছে। এসব করতে গিয়ে তারা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করছে বলে গণ মাধ্যম গুলোতে উঠে আসে। যেখানে হল প্রশাসন এ সকল দুর্বিত্তদের পক্ষ নিয়ে ছাত্রীদের প্রতি বিমাতা সুলভ আচরণ করছে। এমনকি প্রশাসনের কেউ কেউ নিজেকে ছাত্রলীগের অংশ মনে করছে। এর আগে একটি অডিও বের হয়ে আসে, সেখানে শোনা যায় পায়ের নীচে পা দিয়ে আর এক পা ছিড়ে ফেলতে চায় ছাত্রলীগ সভাপতি রিভা। শিক্ষার্থীদের দলীয় কর্মসূচীতে অংশ গ্রহন বাধ্য করছে ছাত্রলীগের নেত্রীরা, অংশগ্রহণ না করলে তাদের উপর নেমে আসছে অবর্ণনীয় নির্যাতন। এমন অবস্থা দেখে নারী অধিকার পরিষদ মনে করে ইডেন মহিলা কলেজ প্রশাসন পুরোপুরি ব্যার্থ হয়েছে এখানের শৃঙ্খলা নিয়ন্ত্রণে।
এমন লজ্জাজনক অবস্থায়, নারী অধিকার পরিষদ এই মনে করে যে, দ্রুত জড়িত ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা উচিত,পাশাপাশি ইডেনে ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। যেহেতু বিদ্যমান প্রশাসন শিক্ষার পরিবেশ প্রদানে ব্যার্থ হয়েছে, তাই ব্যার্থ দায়িত্বশীলদের সরিয়ে নতুন প্রশাসন গড়ে তুলতে হবে।