Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনজগন্নাথ হল ট্র‍্যাজেডি স্মরণে ঢাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

জগন্নাথ হল ট্র‍্যাজেডি স্মরণে ঢাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

আজ ১৫ই অক্টোবর এখন থেকে ৩৫ বছর আগে, ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর জগন্নাথ হলের একটি হলরুমের ছাদ ধসে পড়ে মারা গিয়েছিলে ৪০ জন। জগন্নাথ হল ট্র‍্যাজেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

যেই ভবনটির ছাদ ধসে দুর্ঘটনাটি ঘটে, ১৯৮৫ সাল পর্যন্ত সেটিকে বলা হতো ‘পরিষদ ভবন’ বা ‘অ্যাসেম্বলি হল।’ একশো বছরেরও বেশি পুরনো অডিটোরিয়ামটি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের পরিষদ ভবন বা সংসদ ভবন ছিল, তাই এটি অ্যাসেম্বলি হল বা পরিষদ ভবন হিসেবে পরিচিত ছিল।

পরে নতুন পরিষদ ভবন তৈরি হলে ওই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৫ই অক্টোবরের মর্মান্তিক ঘটনার আগে পর্যন্ত এটি জগন্নাথ হলের টেলিভিশন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো।

তুমুল বৃষ্টির মধ্যে ওই রাতে পুরনো ভবনটির ছাদ ধসে পড়ে, আর মারা যান ৪০ জন, আহত হন শতাধিক। 

ওই সময়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সেই রাতটি আজও অক্টোবরের ট্রাজেডি।

নবদূত

RELATED ARTICLES

Most Popular