Wednesday, January 22, 2025
Homeস্বাস্থ্য১২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করছেন ডা. কামরুল

১২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করছেন ডা. কামরুল

ইতোপূর্বে বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপন করে বিশ্বজুড় অনন্য মাইলফলক স্থাপন করেছেন ডা. কারুল ইসলাম। এবার হাজারের সীমা ছাড়িয়ে এক হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার ১৮ অক্টোবর, সন্ধ্যায় সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি এই মহৎ কীর্তি গড়বেন।

তিনি জানান, সবার দোয়ায় আমরা আগামীকাল ১২০০তম কিডনি প্রতিস্থাপন করতে যাচ্ছি। এটা আমার জন্য গৌরবের। মানুষের জন্য কিছু করছি, এটা ভাবলেই আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। আমার জন্য দোয়া করবেন, যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করতে পারি।

RELATED ARTICLES

Most Popular