বরগুনার আমতলী উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।আজ বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।গতকাল মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ১৪৪ ধারা জারির আদেশ দেন। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়,আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগনে আবুল কালাম আজাদকে হত্যাচেষ্টার ঘটনায় গত শনিবার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেন মেয়রপক্ষের লোকজন।
অপরদিকে,মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের পক্ষে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের আরেকটি অংশ।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আসাদুজ্জামান ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, ১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় সব ধরনের সমাবেশ ও মাইকিং নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য,গত ২১ মে রাতে আমতলী উপজেলার খুড়িয়া খেয়াঘাট এলাকায় মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের ভাগনে আবুল কালাম আজাদকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন আহত ব্যক্তি বাদী হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসা, উপজেলা যুবলীগের সভাপতি জি এম ওসমানী হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে আমতলী থানায় চাঁদা দাবি ও হত্যাচেষ্টার মামলা করেন।