Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিকজাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত বাংলাদেশ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত বাংলাদেশ

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আহ্বান জানানোর বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে বাংলাদেশ।

গতকাল সোমবার পাস হওয়া এ প্রস্তাবে যুদ্ধের ফলে ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মস্কোকে।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ৯৪টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। এর মধ্যে আছে বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।

আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপাল, ভুটান এবং মালয়েশিয়াসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে।

RELATED ARTICLES

Most Popular