Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনফারদিন হত্যাকান্ডের দ্রুত তদন্তের দাবিতে বুয়েটে মানববন্ধন

ফারদিন হত্যাকান্ডের দ্রুত তদন্তের দাবিতে বুয়েটে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বুয়েট শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিনও অংশগ্রহণ করেন।

গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়ে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন বলেন, ‘আপনাদের কলম একজন মৃতব্যক্তির সঠিক বিচার পাবার বিষয় এবং তার চরিত্র তুলে ধরে। আপনারা যখন কলম ধরবেন, তখন হৃদয় দিয়ে ধরবেন, মস্তিষ্ক খাটিয়ে ধরবেন। মৃতব্যক্তির প্রতি অন্যায় করলে কিন্তু তার থেকে ক্ষমা পাবার কোনো সুযোগ নেই। এমন কিছু করবেন না যা তার চরিত্রের ওপর আঘাত করে।’ 

তিনি আরও বলেন, ‘যে ছেলেটা কখনো ধুমপানই করে না, ধুমপানের ধোঁয়াটাও নিতে পারেনা, সেই ছেলেটার বিরুদ্ধে মাদক নিয়ে লিখতে তো ভাল করে বিচার-বিশ্লেষণ করে নিবে। আমার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর আমি আস্থাহীনতা দিতে চাই না।’

মানববন্ধনে বুয়েটের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে বলেন, ‘গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হয়, পরবর্তীতে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ।’

‘ইতোমধ্যে ফারদিনের মরদেহ উদ্ধারের সাতদিন (১ সপ্তাহ) অতিবাহিত হয়েছে। প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে জানা যায় এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী চিহ্নিত হয়নি এবং হত্যার কারণ এখনো পরিপূর্ণরূপে উদ্ঘাটিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের উপর আমরা আস্থাশীল। আমরা বিশ্বাস করি, তাঁরা সর্বোচ্চ গুরুত্বসহকারে ফারদিন হত্যার তদন্ত চালিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন।’

RELATED ARTICLES

Most Popular