Wednesday, December 4, 2024
Homeঅর্থনীতিকুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন

কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন

গত (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির হামজা মাসুম।
বেপরোয়া ভাবে বৃদ্ধি পাওয়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে একাই প্রতিবাদ শুরু করেন মাসুম। শুরুটা একা হলেও সেই প্রতিবাদের সারিতে মাসুমের মতো আরো অনেকেই এসে দাড়িয়েছে নিজ থেকে।
এবিষয়ে জানতে চাইলে মাসুম বলেন, আমি এখানে সরকারের বিরুদ্ধে অবস্থান নেইনি। আমি এখানে প্রতিবাদ করছি দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির নাটের গুরু ব্যবস্থায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে। দেশে প্রায় ১৮ কোটি মানুষ কিন্তু কেউ ভয়ে প্রতিবাদ করছে না। কেউ না কেউ তো শুরু করতে হবে। তাই আমিই এই কুমিল্লা থেকে শুরু করলাম। যতদিন দ্রব্যমূল্যের দাম না কমাবে ততদিন আমার এই অনশন প্রতিবাদ কর্মসূচি চলবে।
আমি জানি সরকার চাইলে সবই সম্ভব। সরকার যদি এখন এই ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আমাদের মতো সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না।

RELATED ARTICLES

Most Popular