Monday, January 27, 2025
Homeধর্মবিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে মানবধর্ম গ্রন্থ বিতরণ

বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে মানবধর্ম গ্রন্থ বিতরণ

শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে প্রত্যেক বারের ন্যায় এবারেও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা কতৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের মানবধর্ম গ্রন্থ বিতরণ করা হয়।

এ সময়ে অনুষ্ঠানের উদ্ভোদন করেন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সন্মানিত সাধারণ সম্পাদক নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী মহোদয়। এসময়ে উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের অন্যতম সেবক ও শ্রীঅঙ্গন গীতা স্কুলের পরিচালক শ্রীমত বন্ধু কিশোর ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের আরেকজন অন্যতম সদস্য শ্রীমত রুদ্র বন্ধু ব্রহ্মচারী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলার সন্মানিত সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত)। আর-ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সাহা, আকাশ বিশ্বাস, শহর কমিটির সভাপতি উদয় সরকার, দেবাশীষ বিশ্বাস, অভিজিৎ সাহা, ঋত্বিক কুন্ডু, পরমা বিশ্বাস, সাধনা বিশ্বাস, মৃত্তিকা কর্মকার, বর্ষা পোদ্দার, মৌমিতা বিশ্বাস, তন্ময় মজুমদার, বিশাল ঘোষ, অর্পণ দত্ত, বর্ষন কর্মকার, জেলার দপ্তর সম্পাদক অনুপ সহ আর-ও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমত বন্ধু কিশোর ব্রহ্মচারী এবং অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি বলেন, দেশ ও ধর্মের কল্যানে এভাবেই এগিয়ে যাবে ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদ। সকলের কাছে আশীর্বাদ চেয়ে তার বক্তব্য শেষ করেন।

RELATED ARTICLES

Most Popular