Friday, November 15, 2024
Homeসারাদেশযশোরে মুক্তিযোদ্ধা-গুণীজন সংবর্ধনা ও স্মরণসভা

যশোরে মুক্তিযোদ্ধা-গুণীজন সংবর্ধনা ও স্মরণসভা


যশোরের অভয়নগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি হাসপাতাল গেট সংলগ্ন কনফারেন্স হলে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন আরটিএ, অভয়নগর।

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সুনীল কুমার দাসের সঞ্চালনে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

অনুষ্ঠানে অভয়নগরের ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনকে ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. শেখ কেরামত আলী, যশোর জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. এম এ গফুর, নওয়াপাড়া মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রউফ প্রমুখ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম কবি ফজল মোবারকের সন্তান বীরপুত্র ফজল রাব্বি সুজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি প্রয়ত নাজমুল হকের সন্তান বীরপুত্র কবি নাঈম নাজমুল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রণবেশ সুরের সন্তান বীরপুত্র পার্থ প্রতীম সুর, বীর মুক্তিযোদ্ধা কবিরত্ন ডা সেখ নূর মহম্মদের অনুজ কবি বিলাল মাহিনী, এস এম ফারুক হোসেন, কওসার আলী প্রমুখ।

যাদের সংবর্ধনা দেওয়া হলো, তাঁরা হলেন, কবি ফজল মোবারক, মো. ওসমান গনি, মরহুম মিজানুর রহমান লাভলু, আনোয়ারা বেগম, মরহুম আ. হামিদ ফারাজী, মরহুম শাহাদাৎ হোসেন, কবি সাদিক আজগর, প্রায়ত হরেন্দ্রনাথ হালদার, বীর মুক্তিযোদ্ধা নীলকণ্ঠ চ্যাটার্জি, তাপস কুমার কুণ্ডু, মাহবুব হোসেন, মকবুল হোসেন, ডা. শেখ কেরামত আলী, এ এস এম শাহাবুদ্দিন, নিজাম উদ্দীন আহমেদ, শিবু সাহা, নিমাই বোস, ডা. সেখ আবুল কালাম, মরহুমা খাদিজা পারভীন, হাজী হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা প্রনাবেশ সুর, ভোলানাথ, বীর মুক্তিযোদ্ধা অরবীন্দ বৈরাগি, গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা কবি নাজমুল হক, শেখ হাশেম আলী, কাওছার আলী, প্রকাশ বৈদ্য সৈকত, ধলু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা কবিরত্ন ডা সেখ নূর মহম্মদ, কবি বিলাল মাহিনী, বীর মুক্তিযোদ্ধা সাথী পারভীন, দিলিপ কুমার সাহা, এস এম ফারুক হোসেন, সুবিমল কান্তি দাস, দুলাল নন্দী।

বিলাল মাহিনী
৪-৫-২৩
যশোর

RELATED ARTICLES

Most Popular