Wednesday, January 22, 2025
Homeসারাদেশযশোরের অভয়নগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন 

যশোরের অভয়নগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন 

যশোরের অভয়নগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন

মোঃ এনামুল হক, অভয়নগর (যশোর)উপজেলা প্রতিনিধি :
আগামী ২৩ জুন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ১৮২৭ খুলনা) নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জুন শনিবার বিকালে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নূরবাগ স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে নির্বাচনের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করা হয়।

ইউনিয়নের সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. লিটন শেখ। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমির আলী সরদার, সুরত মোল্যা, কার্যকরী সভাপতি কাশেম শেখ, লাইন সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ দাস, কোষাধ্যক্ষ আজিজ বিশ্বাস, সদস্য বিপুল শেখসহ শতাধিক রিক্সা-ভ্যান শ্রমিক ভাইয়েরা।

সাধারণ সম্পাদক লিটন শেখ তার বক্তব্যে আগামী ২৩ জুন ২০২৩ ইং তারিখ অত্র ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেন। ভোটের মাধ্যমে রিক্সা-ভ্যান শ্রমিক ভাইয়েরা এ দিন তাদের নের্তৃত্ব নির্বাচন করবেন বলে তিনি জানান।

নবদূত / ৩/৬/২৩

RELATED ARTICLES

Most Popular