Wednesday, January 22, 2025
Homeখেলাকুয়েতে ইয়াংস্টার ক্লাব বিজয় হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা

কুয়েতে ইয়াংস্টার ক্লাব বিজয় হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা

নুর হোসেন (কুয়েত)

শুক্রবার (৯জুন) কুয়েতের রাজধানী হোটেরে ফেডারেশন কাপ লীগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বিজয়ী ইয়াংস্টার ক্লাব বিজয় হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা এবং পরিচিতি সভার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদুর রহমান জায়েদ ( সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত )

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–
আব্দুস সালাম(সিনিয়র সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন)
ফেরদৌস খান ( সহসভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন)
সোহেল চৌধুরী (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন)
নাসির উদ্দিন হাওলাদার ( সভাপতি যমুনা স্পোটিং ক্লাব)
শেখ আবুল হোসেন (সভাপতি ইছামতি ক্লাব)
লায়ন জালাল তালুকদার মোহন
আলামিন রানা (রিপোর্টার-my tv)
মোহাম্মদ ইয়াছিন (প্রধান উপদেষ্টা বাংলাদেশ বন্ধু মহল)
মহসিন পারভেজ (রিপোর্টার-DBC)
রবিউল হক (রিপোর্টার-দৈনিক প্রথম বাংলা)
আব্দুর রশীদ (সাধারণ সম্পাদক ইয়ং স্টার ক্লাব)
খেলোয়ারদের পক্ষে বক্তব্য রাখছেন রবিউল হক তিনি বলেন আমরা প্রবাসে এসেছি কাজের জন্য এর পাশাপাশি আমরা আপনাদের ক্লাবে খেলাধুলা করি এর মাঝে যে কেউ আঘাতপ্রাপ্ত হলে তার সাময়িক সহায়তা যেন করা হয় এ প্রশ্নের উত্তরে অনুষ্ঠানের প্রধান অতিথি জায়েদুল রহমান জায়েদ তিনি আশ্বাস দেন যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় অবশ্যই আমরা সামরিক সহায়তা করব জায়েদ ভাই আরো বলেন কাজের পাশাপাশি আমরা খেলাধুলা নিয়ে যেন ব্যস্ত থাকি কেউ যেন নেশাগ্রস্থ না হই তিনি আরো বলেন প্রবাসের মাটিতে খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে আমি সার্বিক সহায়তা করব সব সময় কুয়েতে যারা ভালো ফুটবল খেলেন তাদেরকে তিনি আহ্বান জানান তারা যেন বিভিন্ন ক্লাবের যোগদান করে মাই টিভির প্রতিনিধি আল আমিন বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স দিয়ে যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন খেলাধুলা করে বিশ্বের কাছে আমাদের দেশটাকে তুলে ধরবেন বলে আশা রাখি দেশের মান সবসময় বজায় রাখবেন যাতে বিভিন্ন দেশের মানুষ আমাদের খারাপ না বলে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের নেতৃবৃন্দ গন অনুষ্ঠান শেষে খেলোয়ারদেরকে সম্বর্ধনা দেওয়া হয় ইয়ংস্টার ক্লাব টি প্রথমবার অংশগ্রহণ করেই তারা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গৌরব অর্জন করেন ইয়াংস্টার ক্লাবের সভাপতি বলেন প্রবাসের মাটিতে প্রায় ১৬ টা দলকে পরাজিত করে আমার দল চ্যাম্পিয়ন হওয়াতে আমি আমার দলের প্রত্যেকটি খেলোয়াড়কে সাধুবাদ জানাই তিনি আরো বলেন ভবিষ্যৎ তে এই জয় অব্যাহত রাখবেন বলে আশা রাখি
সার্বিক সহযোগিতায় – তাসলিম,মানিক,আবুল কালাম,সোহাগ, সুজন,মুকলেছ,লিছন বিল্লাল, ইসমাইল, আরিফ,রুবেল, তাহের, জামাল, তানজিল,আরিফ,ফয়সাল, সাইদুর, মিজান, শাহিন, হাবিব,রমজান,বশির, বাবু, রবিন,রকি

RELATED ARTICLES

Most Popular